আমি কিভাবে থাকব, তোমাকে ছেড়ে
সুন্দর এই একার জগতে ।
তুমি কি পারবে, আমাকে
একার জগৎ থেকে মুক্তি দিতে ?

বড় কঠিন বাস্তবতাকে কাটানো ।
তবুও যেতে হবে লক্ষ্যে,
এসো তুমি সবকিছুকে ছাড়িয়ে
তোমাকে জড়িয়ে নিব এ বক্ষ্যে ।

তোমার চাওয়া পাওয়ায় ধন্য হয়েছে
সুন্দর দুটি হৃদয়ের ভালোবাসা ।
বলো, তুমি কবে, কখন, কিভাবে আসবে ?
ফুলে ফুলে সাজাবো বাসর প্রিয়া ।

তেমার হৃদয়ের স্পর্শে শিহরীত হব ।
তোমার আবেগে আবেগিত হব ।
তোমার হৃদয়ের অনুভুতি অনুভব করব ।
আর তোমাকে ছুঁয়ে ছুঁয়ে দেখবো ।

বলো, আর কতদিন ,কত রাত,
আমি একার জগতে থাকব ?
তুকি কি বুঝো না, আমার মনের ভাষাকে,
নাকি বুঝেও অবুঝ হয়ে থাকো ।
তবে কেন অবুঝ থাকো লক্ষ্যিটি ?

আজ তোমাকে আমি স্বনে দেখাবো,
কেমনে থাকি আমি একার জগতে ।
কেমনে কাটে আমার নিশী-প্রহর ।
দেখবে তো বুঝবে, কেমনে কাটে
আমার নিশী-প্রহর প্রিয়া ।

তবুও তোমার হৃদয়ে সাধ জাগে না, একবার ?
আমাকে একার জগৎ থেকে মুক্তি দিতে ?

নাকি পাষাণ হয়েছে তোমার হৃদয়,
যে একটুও বুঝে না ভালোবাসার সঞ্চয় ।

তুকি কি তাদের-ই একজন ?
নাকি আমার একার জগতের স্বজন ।

তুমি বীনা শূন্য এ হৃদয়ের ভালোবাসা ।
তবুও কি তোমার মন চাই না একবার ?
আমাকে একার জগৎ থেকে মুক্তি দিতে ?

আমার সকল অঙ্গে শুধু শূন্যতা বিরাজ করে ।
কবে পাবো তেমার হৃদয়ের স্পর্শ ?
মনের মাঝে আবেগের উত্তলা ঢেউ
ছলাৎ ছলাৎ ছলে ঢেউ খেলে যায় ।
তারপরও কি তোমার মনে আমার ভালোবাসার
আঁচ লাগে না একবার ?

তুমি কি এতোটা হৃদয়হীনা-রূপবতী !
একটুও বুঝো না মোর ইশারার গীত ।
বলো, তুমি আর কতকাল আমাকে
একার জগতে ফেলে ধরবে শুধু জীদ্ ।

তুমি আসবে তাই আজও আছি অপেক্ষায় ।
এসো না ! তুমি আমার একার জগতে,
দু'জনে সুখের বাসর--গড়ি ।
আর ফুলের সুবাসে মুগ্ধ হয়ে-----
নিজেকে বরণ করি ।।

প্রশান্ত পুষ্প কাননে ভোরের শিশির,
দিন-নাথের আলোয় উজ্বল হয়ে ওঠে ।

তেমনি আমার মনাকাশের উজ্বল তারা
তোমাকে ঘিরে ঘিরে শোভিত করে ।

কিন্তু মেঘের ঘনঘটা হঠাৎ এসে-----
চারিদিকটা অন্ধকারময় করে তোলে,
এমনি সময় কি ও তোমার মনে পড়ে না একবার ?
আমাকে একার জগৎ থেকে মুক্তি দিতে ?

তোমার পথ চাহিয়া চাহিয়া প্রিয়া
আমার দু'চোখে অশ্রুর বন্যা বয়ে যায় ।
যেমন পাহাড় থেকে ঝর্ণা নেমে,
সব কিছুকে প্লাবিত করে একক মনে ।

শস্য-শ্যামলে ভরা মাঠের সুন্দর প্রকৃতি
আমাকে উত্তলা ঢেউয়ের মতো আবেগিত করে ।
তোমার মন কি, আবেগিত হয় না ?
দখিনার শীতল হাওয়া তোমাকে কি একটিবারও
হৃদয়ে অনুভুতি জাগায় না ?

স্বপনে দেখি তোমার আমার ভালবাসার জন্য
বিশাল পাথরের পাহাড়ও অশ্রু ঝরায়ে বলে,
"এমন পবিত্র, খাঁটি প্রেম এ যুগে কম মেলে ।"
আকাশ বাতাস তোমাকে ছুঁয়ে ছুঁয়ে যায়
আর তুমি ছুঁবে শুধু আমাকে সর্বসময় ।

এই মন তোমাকে চাই মায়াবী পূণিমা নিশীথে,
তবুও কি তোমার মনে আশা জাগে না একবার ?
আমাকে একার জগৎ থেকে মুক্তি দিতে ?

দুরন্ত নদী ডেকে ডেকে বলে আমাকে----
"কই, সাঁতার কাটবি না, প্রিয়ার সঙ্গে,
আমার উচ্ছ্বাসিত-উপচে পড়া ঢেউয়ের বক্ষ্যে ।"
আমি বলি ভাই--"এখনো একার জগতে আছি,
প্রিয়া আমাকে মুক্তি দিলেই, দেখবে সাঁতার কাটছি ।"

বৃক্ষ-লতা ডেকে বলে--"দুলবি না মোর দোলনায় ?"
বললাম তারে---"কেমন করে দুলবো আমি,
যদি না ! মুক্তি পাই ?"

সাজের সকাল ডেকে বলে--"জাগবি না আর ভাই"
বলি তারে--"কেমনে জাগি ?
প্রিয়া আমার, যদি না জাগায় ।"

সুবাসিত পুষ্প কানন দুঃখ করে বলে--
"কবে তোরা আমার সুবাসে মুখরিত হবি,
সেই আশায় বক্ষ্য ভরে রেখেছি সুবাস ধরি ।"
উচ্চস্বরে বললাম তারে--"কেমনে আমি একা একা,
তোর সঞ্চিত সুবাসে সুবাসিত হই ।"

এরপরও কি তোমার মন কাঁদে না একবার ?
আমাকে একার জগৎ থেকে মুক্তি দিতে ?

বাতাস বলে--"বৃক্ষ তুমি শান্ত হয়ে থাকো"
বৃক্ষ বলে, "তুমি আমায় উত্তলা করো নাকো"

আকাশ তখন মধুর কন্ঠে--"বলে, নীরব থাকো,
ঐ দেখো ঐ পবিত্র প্রেম আসছে চেয়ে দেখো ।"

প্রেমের জুটি দেখে সবাই শান্ত হয়ে গেল,
কাছে এলেই একে একে বরণ করে নিলো ।

ফুল বৃষ্টি ঝরায়ে বৃক্ষ অভিনন্দন জানায়,
বাতাস তখন শীতল হয়ে অনুভুতি জাগায় ।

এখনো তোমার মন কি বুঝে না একবার ?
আমাকে একার জগৎ থেকে মুক্তি দিতে ?

সমুদ্র-সৈকতের অপরূপ শোভা সাঁজের বেলায়,
সবার মনে ভালবাসার রঙিন স্বপ্ন জাগায় ।

এসো-এসো তুমি, তোমার ঐ মায়াবী হৃদয়ে,
আজ আমি তোমাকে নিয়ে যাবো হানিমুনে ।
তোমাকে এমন সব দেখাব, যা দেখনি নয়নে ।

এরপরও কি তুমি পারো না, একবার ?
আমাকে একার জগৎ থেকে মুক্তি দিতে ?
পারো না আমার সঙ্গি হতে ?
সুন্দর এই একার জগতে !!!


তারিখ -২৫/০৫/২০০৬
স্থান -চন্ডিপুর, মণিরামপুর, যশোর-৭৪০০